মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে সড়ক সংস্কারের দাবিতে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। গতকাল শনিবার বিকেলে শালিকা গ্রামবাসী ধানের চারা রোপণ ও কোমর সমান পানিতে দাড়িয়ে মানববন্ধন করে প্রতিবাদ জানায়।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিকার পুরাতন সজিদপাড়ার সড়কটির বেহাল দশা দীর্ঘদিনের। সবসময় থাকে স্যাঁতস্যাতে কাদা ও হাঁটু পানিতে ভরা। সড়কটির অর্ধেক পার্শ্ববর্তী গর্তে মিশে সেটি একটি পুকুরে রূপান্তরিত হয়েছে। ইউপি নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচনের আগে প্রার্থীরা ওই এলাকায় ভোট চাইতে গিয়ে প্রথমেই সড়কটি সংস্কার করার প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনে জয়লাভের পরে সড়কটি সংস্কারের কথা সবাই ভুলে যায়। এলাকাবাসী ওই সড়কটি সংস্কারের দাবিতে কর্দমাক্ত সড়কটিতে ধানের চারা রোপণ করে এবং কোমর পানিতে দাঁড়িয়ে একে অপরের হাত ধরে মানববন্ধন করে। এলাকাবাসীর দাবি প্রায় এক কিলোমিটার ওই সড়কটি সংস্কার করে এলাকাবাসীর জনদুর্ভোগ লাঘব করবে এটাই সকলের প্রত্যাশা।