ক্রসিংয়ে ট্রাক বিকল : পোড়াদহ-রাজবাড়ি ট্রেন চলাচল বন্ধ

 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার মজমপুর রেল ক্রসিংয়ে বালিভর্তি একটি ট্রাক বিকল হওয়ায় পোড়াদহ-রাজবাড়ী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বালিভর্তি ট্রাকটি রেলক্রসিং অতিক্রম করার সময় তা বিকল হয়ে পড়লে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে রেলক্রসিঙের দু পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে কুষ্টিয়া-রাজবাড়ী রুটের ট্রেন ও কুষ্টিয়া-ঝিনাইদহ রুটের যাত্রীরা দুর্ভোগে পড়ে। পরে বিকল্প উপায়ে বাস চলাচল স্বাভাবিক হয়। তবে রাত সাড়ে ৮টায় এ সংবাদ লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিলো। পোড়াদহ স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, বিকেলের পর একটি সাটল ট্রেন থাকায় কুষ্টিয়া বড় স্টেশন থেকে রাজবাড়ী রুটে ট্রেন চলাচল অব্যাহত রাখা হয়।