মহেশপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে মহেশপুরের ফতেপুর গাজীরননেছা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আরডিসি কর্তৃক সেলাইমেশিন বিতরণ সভায় জেলা প্রাশসক মো. মাহবুব আলম তালুকদার বলেন, অসচ্ছল পরিবারের মধ্যে দরিদ্র নিরেশনে সেলাইমেশিন সহায়ক ভূমিকা পালন করবে।
মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান মো. আব্দুর রহমানের সভাপতিত্বে সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, মহেশপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব, ফতেপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু, উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন বিউটি খাতুন।