ঝিনাইদহ প্রতিনিধি: ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় ৫০ জন স্কুলগামী ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শৈলকুপা উপজেলার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেডের স্কুল ব্যাংকিং কর্মসূচি ও মাইক্রোক্রেডিটের আওতায় এ বিতরণ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ সোনালী ব্যাংক প্রিন্সিপ্যাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার হাসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন শেখপাড়া রাহাতুননেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদ করিম, বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, জেলা শ্রমিকলীগের সভাপতি আক্কাচ আলী, সিবিএ নেতা কাজী মোমিনুজ্জামান সিপার, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ, ত্রিবেনী ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী, সোনালী ব্যাংক প্রিন্সিপ্যাল অফিসের সিনিয়র অফিসার এনামূল হক, ,আরএফএল গ্রুপের সিনিয়র ম্যানেজার এসএম আবু জাফর ও শেখপাড়া সোনালী ব্যংকের শাখা ব্যবস্থাপক আরিফুল ইসলাম।