মুজিবনগরে ভারতীয় শাড়িসহ তিনজন আটক

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ভারতীয় শাড়ি ও একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজিসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, রাজশাহী জেলার রাজপুরা এলাকার আমিরুদ্দীনের ছেলে কামরুল ইসলাম (৪৫), চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার জয়নগর গ্রামের ওমার আলীর ছেলে শরীফুল ইসলাম (২৮) ও একই উপজেলার চাঁদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৫)।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কোমরপুর বাজারে চলমান সিএনজিতে কোমরপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আবুল হাসেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৫৬ পিচ ভারতীয় শাড়িসহ এদের আটক করেন পুলিশ। এ সময় রেজিস্ট্রেশন বিহীন সিএনজিটি ও জব্দ করা হয়।

কোমরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবুল হাসেম জানান, কোমরপুর বাজারের ওপর দিয়ে ভারতীয় শাড়ি পার হয়ে যাবে এমন সংবাদের ভিত্ত্বিতে রাস্তায় তল্লাশি অভিযান চালানো হচ্ছিলো। এ সময় জব্দকৃত সিএনজি আসার সাথে সাথে সেখানে তল্লাশি চালানো হয়। সিএনজির ভিতর থেকে চোরাইপথে আসা ২৫৬ পিচ শাড়ি উদ্ধার ও এর সাথে জড়িত তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা শাড়ির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা