ঝিনাইদহে নসিমন উল্টে চালক নিহত

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলামারি এলাকায় ইঞ্জিনচালিত নসিমন উল্টে আল-আমিন (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কাতলামারি বুরুরিয়া বটতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুর গ্রামের নবাব আলীর ছেলে। স্থানীয়রা জানায়, শ্রীপুর থেকে কুষ্টিয়াগামী একটি নসিমন কাতলামারি বুরুরিয়া বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে চালক আল-আমিনের মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হবে।