স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার পাঁচকমলাপুরের বাবু (৩৫) হালসা-পোড়াদহের মধ্যবর্তী স্থানে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। গতপরশু মঙ্গলবার বিকেলে ঊর্ধ্বমুখী রকেট এক্সপ্রেসের ধাক্কায় নিহত হন তিনি। তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি বিশিষ্ট শিক্ষানুরাগী প্রবীণ শিক্ষক নূর উদ্দীন আহম্মেদের ছেলে।
পারিবারিক সদস্যরা জানিয়েছেন, বাবু সাইকেলযোগে নিজের কাজে যাচ্ছিলেন। রেললাইন ক্রসিংয়ের সময় রকেট মেলের ধাক্কায় নিহত হন। আকস্মিক মৃত্যুর খবরে পরিবারের সদস্যরা শোকার্ত হয়ে পড়েন। মৃতদেহ নিজ বাড়িতে নেয়া হলে নিকটজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। ১১ ভাই-বোনের মধ্যে বাবু ছিলেন নবম। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা, পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।