আলমডাঙ্গা ব্যুরো: খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে আলমডাঙ্গা দারুস সালাম জামে মসজিদ ও হাফিজিয়া মাদরাসার শিক্ষকসহ কোমলমতি ২৫ শিশুশিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। সারারাত জেগে চিকিৎসা সেবা দিতে হারদী স্বাস্থকমপ্লেক্সের ডাক্তারদের গলদঘর্ম হতে হয়েছে। গত শুক্রবার শহরের এক ব্যক্তি তার পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাদরাসায় ওই খাবার পাঠান।
জানা গেছে, গত শুক্রবার আলমডাঙ্গা শহরের এক ব্যক্তি তার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গা দারুস সালাম জামে মসজিদ হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ খানা বোর্ডিঙে খাবার পাঠিয়ে দেন। সেই খাবার খেয়ে মাদরাসার শিক্ষকসহ ২৫ শিক্ষার্থী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। ঘন ঘন বমি ও পায়খানায় সকল কোমলমতি শিশুর অবস্থা গুরুতর হয়ে পড়ে। রাতে অসুস্থ শিশুদের একের পর এক স্যালাইন খাওয়ানো হয়। পাশাপাশি ওষুধ সেবনও করানো হয়। তারপরও যাদের অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, তাদেরকে দ্রুত হারদী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে রাত জেগে কর্তব্যরত ডাক্তারেরা চিকিৎসা সেবা দেন। খুব বেশি অসুস্থ হয়ে পড়েন শিক্ষক হাফেজ আকরাম আলী ও শিশুশিক্ষার্থী রাসেল আহমেদ।
হারদী হাসপাতালের টিএইচও ডাক্তার নুরুন নাহার নিজে উপস্থিত থেকে তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন। সে সময় অন্যান্যের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার মঞ্জুরুল ইসলাম বেলু, ডাক্তার ফারুক হোসেন।