আলোর উৎসব শুভ দীপাবলী আজ

 

স্টাফ রিপোর্টার: আলোর উৎসব শুভ দীপাবলী উৎসব আজ। অশুভ শক্তির বিজয়ের প্রতীক শুভ দেওয়ালি বা দীপাবলী। আজ রোববার দিন-রাত সকল কাজে পূজার জন্য শুভ। শ্রী শ্রী লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা দোকানে, গৃহাদিতে দীপ দান দেবীর দীপযাত্রা দীপাবলী। একে অপরকে ভালো বাসুন। মন থেকে অহঙ্কার মুছে ফেলুন, সকলের জন্য সুখ শান্তি আসুক। এই প্রত্যয়ে চুয়াডাঙ্গা বড়বাজারের খুশবু বস্ত্রালয়ের মুন্না জানান, আমরা অতি প্রাচীন কাল থেকে শুনে আসছি, দেবী লক্ষ্মী হলেন সমদ্রোম্ভা ক্ষীর সমুদ্র থেকে কমলাসনে তার আবির্ভাব। লক্ষ্মী ও শ্রী ঐশ্বয়ের দেবী দ্বিভূর্জা ও চতুর্ভূজা কখনো বা বহুভূজা সব দেশেই পদ্মা সৃজনী শক্তির প্রতীক। দেবী লক্ষ্মী বাহন পেচক, হস্তি, কচ্ছপ। পুরাণের মতে শরৎ ও হেমন্তকালে দুর্গাপূজার পর যে লক্ষ্মীপূজা হয় পূর্ণিমাতে তাকে কোজাগরী লক্ষ্মী নামে অভিহিত ‘কো-জাগতি থেকে এই কোজাগর কথার উৎপত্তি। এর অর্থ কে জেগে আছো? ওই রাতে লক্ষ্মী দেবী এসে বলেন কে জেগে আছো, আজ আমি তোমাকে সুখ শান্তি দান করবো। এ জন্য কোজাগরী অমাবস্যা রাতে জাগরণের প্রথা আছে। কার্তিকী অমাবস্যায় কালীপূজার দিনে লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা হয়ে থাকে। ওইদিন দীপযাত্রা বা দীপাবলী। একে দেওয়ালী উৎসব বলে। দীপাবলীতে সন্ধ্যায় প্রতি গৃহে দীপ প্রজ্জ্বলন ও সব ব্যবসা প্রতিষ্ঠানে মা লক্ষ্মী দেবীর স্মরণ ও পূজা করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা।

মেহেরপুর অফিস জানিয়েছে, গতকাল শনিবার মেহেরপুরের হিন্দুধর্মাবলম্বীরা শ্যামা পূজা পালন করেছেন। অপশক্তিকে দূর করে শুভ শক্তির আগামী বার্তার মধ্যদিয়ে মেহেরপুরের হিন্দু সম্প্রদায় শ্যামা পূজা (দিপাবলী) করছে। এ উপলক্ষে সন্ধ্যায় মেহেরপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, হালদারপাড়া মন্দির, শ্রী শ্রী হরিভক্তি প্রদায়নী পূজা মন্দিরসহ জেলার বিভিন্ন পূজা মন্দিরে শ্যামা পূজা অনুষ্ঠান চলে।