টিপ্পনী

খবর:(ভাড়া বৃদ্ধি : বাড়তি ভাড়া গুনতে হচ্ছে ট্রেনাত্রীদের)

দফায় দফায় বাড়ছে ভাড়া
আমার তোমার কী আর করা,
এর মানে কি খুব গোপনে
টিটিইর সাথে পিয়ার করা?

বাসের ভাড়া ট্রেনের ভাড়া
বাড়িয়ে সবই এক করা হয়,
কিন্তু যদি যাত্রীগুলো
আকস্মিকই হ্যাক করা হয়!

তখন কেমন মজা হবে
বাধা হবে উন্নয়নে,
মিলবে ঠিকই জল থই থই
কান্নাকাটির সুর নয়নে!

_আহাদ আলী মোল্লা।
২০.০২.২০১৬