মেহেরপুর অফিস: বালাইমুক্ত আম উৎপাদন ও ইউরোপিয়ান ইউনিয়নে রফতানি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদফতরের হলরুমে আমচাষিদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এসএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্লান্ট করেনটাইন উপপরিচালক হাফিজুরর রহমান ও কৃষিবিদ মঞ্জুরুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম।
প্রশিক্ষণে জেলার ৩৫ জন আমচাষি ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিভাবে সংগনিরোধ আম উৎপাদন করে ইউরোপিয়ান ইউনিয়নে রফতানি করা যায় সে সব কলা কৌশলের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।