টিপ্পনী

খবর: (ঝিনাইদহের বিষয়খালী বাজারের দুই ব্যবসায়ী অর্ধ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা)
লোকের টাকা মেরে দিলেন
ধনী হলেন তাতে,
এখন তো বেশ চলা ফেরায়
উঠে গেলেন জাতে।
কার কপালে দুঃখ দিলে
তোমরা কি তা জানো,
সুযোগ পেলে তারাও তোদের
ছিঁড়ে নেবে কানও।

সবুর করো আর ক’টা দিন
কাবা সাধের গুঁতো,
পার পাবানা দৌড়ে তখন
ছিঁড়বে পায়ের সুতো।

-আহাদ আলী মোল্লা।
১৯.০২.২০১৬