আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় বিএনপি নেতা শিলুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা : ভাঙচুর


আলমডাঙ্গা ব্যুরোঃ গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় বিএনপি একাংশের নেতা এনামুল হক শিলুর ব্যবসা প্রতিষ্ঠান বনলতা স্টুডিওতে হামলা চালিয়ে  তাকে আহত করাসহ তার স্টুডিও ভাঙচুর করেছে স্থানীয় আওয়ামী যুবলীগের কতিপয় নেতা-কর্মী।

এলাকাবাসী জানায়, গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ১৮ দলের বিক্ষোভ সমাবেশে আলমডাঙ্গায় যাওয়ার আগে বিএনপি জামায়াতের নেতা-কর্মীরা হাটবোয়ালিয়া বাজারে বনলতা স্টুডিওর সামনে সমবেত হয়ে আলমডাঙ্গার উদ্দেশে রওনা হন। এর কিছুক্ষণ পরেই স্থানীয় যুবলীগের ৮-১০ জন হকিস্টিক নিয়ে অতর্কিত শিলুর স্টুডিওতে হামলা চালায়। হামলাকালে তারা একটি কম্পিউটার ভাঙচুর ও শিলুকে মারধর করে আহত করে। এঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে