স্টাফ রিপোর্টার: মারামারিতে আহত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আবারও হামলার শিকার হয়েছেন চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জের জাহাঙ্গীর। গতকাল শনিবার রাত ১১টার দিকে তাকে তাড়িয়ে ধরে মারধর ও হাতুড়ি পেটা করে প্রতিপক্ষ রবিউল, সারজেদসহ তাদের লোকজন।
হাটকালুগঞ্জের মিয়াজানের ছেলে জাহাঙ্গীরকে গতরাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এর আগে গত ২৯ অক্টোবর সন্ধ্যায় মারামারিতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। জাহাঙ্গীর পক্ষ চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ পেশ করে। জাহাঙ্গীর চিকিৎসা নিয়ে বাড়ি ফেরে। গতরাতে তার ওপর হামলা চালানো হয়। হাতুড়ি দিয়ে পেটানো হয়।
যে আসামিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে তারা পুনরায় হামলার ঘটনা ঘটালো কীভাবে? এ প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ বলেছেন, অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।