দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দেউলী মোড়ে একই রাতে পাশাপাশি ৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র প্রতিটি দোকানের শাটারের হুক ভেঙে ভেতরে ঢুকে টাকা, সোনা, রুপাসহ মালামাল চুরি করে নিয়ে গেছে। গত বুধবার দিনগত রাতে ওই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা সদর ইউনিয়নের পার দামুড়হুদা গ্রামের আনোয়ার মালিথার ছেলে লিটন মালিথা, দেউলী গ্রামের খাজের আলীর ছেলে জসিম, একই গ্রামের মিজানুর রহমান ও আজিম হোসেনের ছেলে ইব্রাহিম দেউলী মোড়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। গত বুধবার দিনগত রাতে চোরচক্র লিটনের শান্তি জুয়েলার্সে হানা দিয়ে নগদ ২ হাজার ২শ টাকা, ১২ আনা সোনা এবং ৪ ভরি রুপা চুরি করে নিয়ে যায়। এছাড়া জসিমের মুক্তা টেইলার্স থেকে নগদ ৩ হাজার টাকা ও একটি তৈরি শার্ট, মিজানুরের মুদি দোকান থেকে ৫ হাজার টাকাসহ ৬/৭ হাজার টাকার মালামাল এবং ইব্রাহিমের মুদি দোকান থেকে দেড় হাজার টাকাসহ মালামাল চুরি করে নিয়ে গেছে।
চুরির ঘটনায় এলাকার সচেতন মহল মন্তব্য করতে গিয়ে বলেছে, দেউলী মোড়ে দুটি সারের দোকানসহ প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অথচ বাজারে কোনো নৈশপ্রহরী নেই এবং বাজারে কোনো কমিটিও নেই। আগে মোড়ে নৈশপ্রহরী ছিলো। কিন্ত ব্যবসায়ীরা ঠিকমতো টাকা দিতে চাননা বলে এখন আর কোনো নৈশপ্রহরী থাকে না। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই কবির হোসেন বলেন, চুরির ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ বা জিডি করেনি। তবে চুরির ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শনসহ চুরি হওয়া মালামাল উদ্ধার এবং চোরচক্রকে ধরতে অভিযান অব্যহত আছে।