স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করেছে ৭দফা দাবিসহ গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও কার্যকর স্থানীয় সরকার প্রচারাভিযান জেলা কমিটি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসক সায়মা ইউনুস স্মারক লিপি গ্রহণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি অ্যাড. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জহির রায়হান, প্রত্যাশার নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন, ইউপি চেয়ারম্যান আজিজুল হকসহ অনেকে।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সারাদেশের মতো চুয়াডাঙ্গায়ও ৭দফা দাবিসহ গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও কার্যকর স্থানীয় সরকার প্রচারাভিযান, দেশব্যাপী জমায়েত, আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরকারি বিশেষ কাজে ব্যস্ত থাকার ওই দিনের পরিবর্তে গতকাল এ স্মারকলিপি পেশ করা হয়।