স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি ও জামায়াত সমর্থিত সাদাদল ছাড়াই ভিসি প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ এ সিনেট অধিবেশনে ১০৫ জন সদস্যের মধ্যে মাত্র ৩৬ জন সদস্য উপস্থিত ছিলেন। সিনেট অধিবেশনে আওয়ামী ও বাম সমর্থিত নীলদলের পক্ষ থেকে ভিসি প্যানেলে তিন জনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন বর্তমান ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ড. শহিদ আক্তার হোসাইন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ। তিনজনের প্যানেলে বর্তমান ভিসিই নির্বাচিত হবেন বলে জানা গেছে। সিনেট অধিবেশন শেষে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন নীলদলের শিক্ষককরা। অনুমোদনের ফাইল গতকাল শনিবার রাতেই শিক্ষামন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে অনুমোদন হয়ে আসার কথা রয়েছে। এদিকে সেপ্টেম্বর মাসে সিনেটে রেজিস্ট্রাড গ্রাজুয়েট নির্বাচনের আগেই ভিসি প্যানেল নির্বাচন দেয়ায় অধিবেশন বর্জন করেছে সাদাদল। এরকম পরিস্থিতিতে ভিসি প্যানেল নির্বাচনের প্রতিবাদে বিকেল ২টা থেকে ৩টা পর্যন্ত সাদাদল সিনেট ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। একই সময়ে সিনেট ভবনের প্রবেশ পথে সিনেটে ডাকসু প্রতিনিধি নির্বাচনের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থী অধিকার মঞ্চ। সিনেটে ডাকসু প্রতিনিধি নির্বাচনের দাবিতে পরবর্তীতে অধিকার মঞ্চ কঠোর কর্মসূচির ঘোষণার হুমকি দেয়।