স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় গতকাল শনিবার প্রকাশিত হয়েছে। বিচারপতি এম. মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল ওই রায়ে স্বাক্ষর করার পর হাইকোর্টের সংশ্লিষ্ট দফতর তা প্রকাশ করে। এর আগে গত ১ আগস্ট সংবিধানের সাথে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত বলে আদেশ দেয় হাইকোর্ট । জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে দেয়া হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এখন তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।