মাথাভাঙ্গা মনিটর: অসম্ভবকেই যেন সম্ভব করতে বসেছিলেন জেমস ফাল্কনার। ২১১ রানেই ৮ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার পরাজয়টা মনে হচ্ছিলো শুধুই সময়ের ব্যাপার। কিন্তু সেখান থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন ফাল্কনার। প্রায় হেরে যাওয়া ম্যাচটিতেই জাগিয়েছিলেন জয়ের আশা। নবম উইকেটে ক্লিন্ট ম্যাককেকে নিয়ে ১১৫ রানের জুটি গড়ে ভারতীয় বোলারদের ভালোই ভুগিয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান। তবে শেষরক্ষা করতে পারেননি। ৭৩ বলে ১১১ রানের ঝোড়ো ইনিংসটি খেলে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান হিসেবে। ৩৮৪ রানের দুরূহ লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়েছে ৩২৬ রানে। ৫৭ রানের জয় দিয়ে সাত ম্যাচের ওয়ানডে সিরিজটিও ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক ভারত।