টিপ্পনী

খবর:(পুলিশ কনস্টেবলের থাপ্পড়ে অজ্ঞান আলমসাধু চালক মৃত্যুশয্যায়)

পুলিশ বাবু পুলিশ;
ক্ষেপে গিয়ে লোকের গায়ে
আজগুবি হাত তুলিস
জনগণের বন্ধু তোরা
কেন এসব ভুলিস?

ইচ্ছে মতোন চলিস;
বাঁকা কথা ফাঁকা মাঠে
গলা ফেঁড়ে বলিস-
পয়সা নেয়ার ধান্দা করে
কতো যে কান মলিস!

পরের পকেট কাটিস;
কার নামে কে মামলা করে
ফন্দি ফিকির আঁটিস-
ভয় দেখিয়ে কব্জা ধরে
আচ্ছা রকম বাটিস!

_আহাদ আলী মোল্লা।

Leave a comment