প্লান-অনূর্ধ্ব-১৫ বালিকা ভৈরব অঞ্চল ফুটবলে ফাইনালে চুয়াডাঙ্গা ও যশোর মুখোমুখি

 

ক্রীড়া প্রতিবেদক: প্লান অনূর্ধ্ব-১৫ বালিকা ভৈরব অঞ্চল ফুটবলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো স্বাগতিক চুয়াডাঙ্গা। গতকাল শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক চুয়াডাঙ্গা দল মুখোমুখি হয় কুষ্টিয়া জেলা দলের। প্রতিদ্বন্দ্বিতায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ফলাফল অমীমাংসিত থাকে। এরপর টাইব্রেকারে চুয়াডাঙ্গা জেলা দল (১)৩-১(১) গোলে কুষ্টিয়া জেলাকে পরজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। একই মাঠে ফাইনালে স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা দল  লড়বে যশোর জেলা দলের বিপক্ষে। চুয়াডাঙ্গার পক্ষে বৃষ্টি ২টি ও সালমা ১টি গোল করে।