চুয়াডাঙ্গায় সাঝ সন্ধ্যায় পুলিশ সেজে মোবাইলফোন ছিনতাই

 স্টাফ রিপোর্টার: সাঝ সন্ধ্যায় পুলিশ সেজে বাইসাইকেল আরোহীর মোবাইলফোন ছিনিয়ে নিয়ে চম্পট দিয়েছে দু যুবক। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের বঙ্গজ-হাতিকাটার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার মারুফ হাসান (২২) চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়ার আব্দুল হান্নানের ছেলে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে সে বলেছে, বাইসাইকেল যোগে নিজের কাজে ভালাইপুরে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে হাতিকাটা মোড় পেরিয়ে বঙ্গজের অদূরে পৌছুতেই মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুজন থামতে বলে। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বলে, তোর নামে অভিযোগ আছে। এ কথার মানে বুঝতে না বুঝতেই ওরা হাত থেকে মোবাইলফোনটা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল চালিয়ে দ্রুত সটকে পড়ে।

Leave a comment