সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘন ঘন বউয়ের ছবি পোস্ট করেন তিনি। সংবাদমাধ্যমেও বার বার বলেন বউয়ের কথা। বোঝাই যায় বউকে নিয়ে কতটা মজে আছেন শহিদ কাপুর। কিন্তু তা বলে বউয়ের বাথরুমের ছবিও কি ইনস্টাগ্রামে পোস্ট করা যায়? নাক কুঁচকাচ্ছেন? কিন্তু এই কাজটাই অবলীলায় করেছেন শহিদ! জি-নিউজের এক খবরে বলা হয়েছে, এই মুহূর্তে বলিউডের অন্যতম আলোচিত দম্পতি শহিদ-মীরা। বলিউড তারকাদের জন্মদিনের পার্টি থেকে ছবি প্রোমোশন, সর্বত্রই স্বামী শাহিদের ছায়াসঙ্গিনী মীরা। স্ত্রীর প্রতি একইরকম অনুরক্ত শাহিদও।
মাঝেমধ্যেই শহিদ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করেন স্ত্রীর ছবি। কিন্তু, এবার মীরার বাথরুমের ছবি শেয়ার করলেন শাহিদ! আর এতে সবারই চক্ষু ছানাবড়া!
তবে ছবি তোলার সময় সামান্য কেরামতির আশ্রয় নিয়েছেন শহিদ। একবার দেখলে মনে হবে, বাথরুমে রয়েছেন মীরা রাজপুত। আর তখনই ছবিটি তোলা। আদতে কিন্তু তা নয়। আয়নায় স্ত্রীর প্রতিবিম্বকে অত্যন্ত সুচারু হাতে ক্যামেরায় ধরেছেন শাহিদ। যাতে বোকা বনেছেনে সবাই।