ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক চরমপন্থিকে শ্বাসরোধ করে হত্যা করেছে প্রতিপক্ষরা

 

 

ঝিনাইদহ প্রতিনিধি, ২ নভেম্বর- ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জিয়াউর রহমান জিয়া (৩২) নামে এক চরমপন্থিকে শ্বাসরোধ করে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ শনিবার সকালে উপজেলার চারাতলা গ্রামের মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত জিয়া হরিণাকুণ্ডু উপজেলার সুড়া গ্রামের আলেক জোয়ার্দ্দারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ সহ ৫টি মামলা রয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন বিপ্লবী কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক ক্যাডার বলে পুলিশ জানিয়েছে। হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল হক জানান, হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা গ্রামের মাঠে সকালে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। চরমপন্থিদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।