স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ সুরুজ মিয়ার নেতৃত্বে ৱ্যাব অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ির মৃত আওলাদ হোসেনের ছেলে মাদকব্যবসায়ী জহুরুল হক (৪৫), আলফার ছেলে ডাবলু (২৮) ও ইসলামপাড়ার ওয়াসিমের স্ত্রী লতিফা আক্তার পাখিকে (৩০) আটক করেছে। গতকাল শুক্রবার বিকেলে বুজরুকগড়গড়ির বকুল মিয়ার ইটভাটার নিকটবর্তী একটি বাঁশবাগান এলাকা থেকে জহুরুল ও ডাবলুকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে র্যা বসূত্র জানায়। একই দিন বিকেলে পাখিকে ইসলামপাড়া এলাকা থেকে ৪৮ পিস ইয়াবা এবং ৬ বোতল ফেনসিডিলসহ আটক করে র্যা ব। গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে র্যা ব জানতে পারে তারা দীর্ঘদিন যাবত ফেনসিডিল এবং ইয়াবার ব্যবসা করে আসছে। আটক মাদকব্যবসায়ীদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।