আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা আওয়ামী লীগ কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক ঢাকা মহানগর কমিটির যুগ্মসাধারণ সম্পাদক এস রাশেদ মার্শালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বাবলু, প্রস্তুত কমিটির আহ্বায়ক ঢাকা মহানগর শাহ আলী থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক আল-আসিব সুপ্ত। মহানগর শাখার সহসাংগঠনিক সম্পাদক নাঈম শাহরিয়ার খানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মহানগর শাখার দপ্তর সম্পাদক রেজাউন খান প্রমুখ, কৃষকলীগের পৌর সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে নাজমুল হুসাইনকে আহ্বায়ক ও হাবিবুর রহমানকে যুগ্মআহ্বায়ক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।