কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে তথ্যমন্ত্রীর একান্ত সচিব ড. মোল্লা মাহমুদ হাসান সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। গতকাল শুক্রবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রীর একান্ত সচিব ড. মোল্লা মাহমুদ হাসান।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, সহসভাপতি কাঞ্চন কুমার, সাবেক আহ্বায়ক হুমায়ূন কবির হিমু, অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম হীরা, সাংবাদিক হাফিজুর ইসলাম পর্বত, জাহিদ হাসান প্রমুখ।
তথ্যমন্ত্রীর একান্ত সচিব ড. মোল্লা মাহমুদ হাসান প্রেসক্লাব কার্যালয়ে এসে পৌঁছুলে সাংবাদিক নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।