মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী অনির্বাণ সমাজকল্যাণ সংস্থার অফিস গতকাল শুক্রবার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের উপদেষ্টা কমিটির সভাপতি মোনাখালী ইউপি চেয়ারম্যান রেকাবউদ্দিন অফিস উদ্বোধন করেন। অনির্বাণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রুস্তম আলী মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক সাদ আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক শাবান আলী, অজিজুল হক প্রমুখ। পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক পরিচালক কামারুল ইসলাম।