মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এ নিজেদের পঞ্চম ম্যাচে এসে করাচি কিংসের একাদশে জায়গা পেলেন মুশফিকুর রহিম। গতকাল শুক্রবার লাহোর কালান্দারসের বিপক্ষে খেলতে নামা দলে একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। অর্থাৎ একই দলে খেলার সুযোগ পান মুশফিক ও সাকিব আল হাসান। করাচির দলে এদিন রাখা হয়নি পেসার মোহাম্মদ আমিরকে। চোটের কারণে স্থান হয়নি তার।
কালান্দার্সের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে করাচি কিংস। ব্যাট হাতে এদিনও ব্যর্থ সাকিব। ৯ বলে ৯ রান করেই সাঁজঘরে ফিরতে হয় তাকে। অন্যদিকে ১০ রান করে অপরাজিত থাকেন মুশফিক।