গত দুমাস ধরে স্টেজ শো নিয়ে ব্যাপক ব্যস্ত সময় কাটিয়েছেন বিশ্বনন্দিত সংগীত তারকা বিয়ন্সে নোলস। এ সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে শো করে শ্রোতা-দর্শক মাতিয়েছেন তিনি। এদিকে সম্প্রতি আমেরিকায় ফিরে ১০ দিনের বিরতিতে গেছেন তিনি। তবে যেমন তেমনভাবে ছুটি কাটাচ্ছেন না তিনি। কাছের বন্ধুদের নিয়ে বিচে ঘুরে বেড়াচ্ছেন। মূলত ক্লান্তি কাটিয়ে আবারও পুরো উদ্যাম নিয়ে কাজে ফেরার লক্ষ্যেই তার এ ছুটির সিদ্ধান্ত। তবে এই ছুটি কাটাতে গিয়েও একটি অদ্ভুত কা- ঘটিয়েছেন তিনি। বিয়ন্সে সব সময়ই নিজের ব্যক্তিগত বিভিন্ন বিষয় অতীতে শেয়ার করেছেন টুইটারের মাধ্যমে। এর মাধ্যমে বিতর্কের মুখেও কম পরেননি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বিচে নিজের একটি নগ্ন ছবি টুইটারে পোস্ট করে সবাইকে অবাক করলেন তিনি। ছবিতে পানির মধ্যে কোন পোশাক ছাড়া একেবারেই নগ্ন বিয়ন্সেকে আবিষ্কার করা গেছে। এ ছবির মাধ্যমে ব্যাপক আলোচনায় চলে এসেছেন তিনি। এ ছবির বিপরীতে এরই মধ্যে হাজার হাজার কমেন্ট পড়েছে বিয়ন্সে ভক্তদের। এদিকে এ ছবির সঙ্গে বিয়ন্সে লিখেছেন, অনেক দিন পর অনেক মজা করছি। সব ক্লান্তি ভুলে গেছি। শুধুমাত্র পানির মধ্যে থাকতে ভালো লাগছে। দেখুনতো আমাকে কেমন লাগছে? নিশ্চয়ই ভালো! আপনাদের সঙ্গে ছবিটি শেয়ার না করে পারলাম না। এভাবে আরও কিছুদিন কাটাতে চাই। ভালো থাকবেন সবাই।