মেহেরপুর জেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা কৃষক লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মেহেরপুর সদর থানা কৃষক লীগের কার্যালয়ে জেলা কৃষক লীগের সভাপতি মহাবুব-উল আলম শান্তির সভাপতিত্বে বর্ধিত সভবায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, সদর থানা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শরিফউদ্দিন নিকুল, মুজিবনগর উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জেলা কৃষকলীগের অর্থ সম্পাদক আব্দুল বাবী, কৃষক লীগ নেতা রেজাউল হক, আশরাফুল ইসলাম প্রমুখ। আমাগী ৩০ এপ্রিলের মধ্যে মেহেরপুরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করার লক্ষ্যে জোর তাগিদে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে কেন্দ্র থেকে দেয়া বাংলাদেশ কৃষক লীগের ক্যালেন্ডার বিতরণ করা হয়।

Leave a comment