দক্ষিণ এশিয়ান গেমসের এবারের আসরে বাংলাদেশকে চতুর্থ সোনার পদকটি এনে দিয়েছেন শাকিল আহমেদ। বুধবার ৫০ মিটার পিস্তলে সোনা জিতেছেন এই শুটার। ভারতের গুয়াহাটির শুটিং রেঞ্জে বুধবার ৫২৮ স্কোর গড়ে সপ্তম হয়ে বাছাই পর্ব পার হন শাকিল। তবে ফাইনালে সবাইকে ছাড়িয়ে যান তিনি। বাছাই পেরুনো আট জনের মধ্যে ৫৫০ স্কোর নিয়ে শীর্ষে ছিলেন ভারতের ওমকার সিং। তবে চূড়ান্ত লড়াইয়ে বাজিমাত করেন শাকিল।
সবাইকে ছাড়িয়ে সোনা জিততে শাকিল করেন ১৮৭.৬ স্কোর। আর বাছাইয়ে সেরা ওমকার ১৮৭.৩ স্কোর নিয়ে হয়েছেন দ্বিতীয় সেরা। ১৬৫.৯ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছেন পাকিস্তানের শুটার কলিমুল্লাহ খান।
গুয়াহাটি ও শিলংয়ে হওয়া এস এ গেমসের দ্বাদশ আসরে এর আগে সাঁতার থেকে দুটি ও ভারোত্তোলন থেকে একটি সোনার পদক এসেছিল।
বাংলাদেশকে প্রথম সোনার পদক এনে দিয়েছিলেন মাবিয়া আক্তার সীমান্ত, ভারোত্তোলনে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়ে।
সাঁতারে মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সোনা জয়ের পর ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকেও সেরা হন মাহফুজা আক্তার শীলা।
১৯৯১ সালের এসএ গেমসে শুটিং যোগ হয় প্রথমবার। সেবার বাংলাদেশ তিনটি সোনা জিতেছিল। পরের আসরে নিজেদের রেঞ্জে মিলেছিল সাতটি সোনার পদক।
১৯৯৫ সালের এসএ গেমসে শুটিং থেকে বাংলাদেশ পেয়েছিল পাঁচটি সোনার পদক। গত আসরেও এই ডিসিপ্লিন থেকে তিনটি সোনার পদক পায় বাংলাদেশ। গত এগারো আসরে এই ডিসিপ্লিন থেকে প্রাপ্তি ছিল ২১টি সোনা, ২৮টি রুপা ও ৪০টি ব্রোঞ্জ।