খবর:(টঙ্গীতে গুলি চালিয়ে ২০ লাখ টাকা ছিনতাই)
মরছে মানুষ পথে ঘাটে
কোথায় আছে ঠিক,
আতঙ্কে দিন কাটছে সবার
দেখছি চতুর্দিক।
ওপরে সব পটি মারা
রঙিন ও ঝিকমিক,
ভেতর ভেতর ঝরকা কাটা
তলায় হাজার লিক।
আমরা যেন গোল ফুটবল
খাচ্ছি শুধু কিক,
বললে হবে খুন খারাবি
ও ছি ছি ধিক!
_আহাদ আলী মোল্লা।