স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা গুলশানপাড়া ক্লাসিক মডেল একাডেমির উদ্যোগে একাডেমি চত্বরে বার্ষিক ক্রীড়া ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক মুক্তা। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গ সোনালী ব্যাংক কর্মকর্তা লিয়াকত আলী ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শেফালী খাতুন, অভিভাবক সদস্য বজলুর রহমান। গতকাল শনিবার বিকেল ৩টায় একাডেমি চত্বরে ২৮টি ইভেন্টে পুরস্কার এবং বার্ষিক পরীক্ষায় মেধাবিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষাই শিক্ষার ভিত্তি। তাই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে। চুয়াডাঙ্গা ক্লাসিক মডেল একাডেমির অধ্যক্ষ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হাসিবুল ইসলামের পরিচালায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।