ভ্রাম্যামাণ প্রতিনিধি: দামুড়হুদা থানা আ.লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে কার্পাসডাঙ্গা কলেজমাঠে কোমরপুর সানরাইজ ক্লাবের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় শুভ উদ্বোধন করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শওকত আলী তরফদার। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা লাইসিয়াম কোচিং সেন্টার ও দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া চৌধুরী স্পোর্টিং ক্লাবের মধ্যে। খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে চুয়াডাঙ্গা লাইসিয়াম কোচিং সেন্টার ৬ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। ১২৬ রানের টার্গেট নিয়ে দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া চৌধুরী স্পোর্টিং ক্লাব ব্যাটিং করতে নেমে ১০ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। ২০ রানে পরাজিত হয় সড়াবাড়িয়া চৌধুরী স্পোর্টিং ক্লাব। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চুয়াডাঙ্গা লাইসিয়াম কোচিং সেন্টারের খেলোয়াড় সালমান। আম্পায়ারের দায়িত্ব পালন করেন তারিকুল ইসলাম ও মিলন হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সহসভাপতি শহিদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজীর আহম্মেদ, আ.লীগ নেতা রবিউল হোসেন শুকলাল, ডা. রবিউল হক, মোজাম্মেল হক, মোহাম্মদ আলী, অ্যাড. আশাদুজ্জামান মিল্টন, যুবলীগ নেতা আ. সালাম বিশ্বাস, জাহিদুর রহমান মুকুল, সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা শিরিন, সানোয়ার, মিঠুন, জাফর, সাদিকুল, শাহিন, মুকুল, তারিক প্রমুখ।