স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুলিশের বিশেষ অভিযানে আটককৃত ১২ জনকে গতকাল শুক্রবার পুলিশ আইনে আদালতে সোপর্দ করা হয়েছে। গতপরশু রাতে এদেরকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে পুলিশ। আদালতে সোপর্দ করা হলে আদালত ১২ জনরকেই জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা ইসলামপাড়ার নূর ইসলামের ছেলে রাজীব আহম্মেদ, বেলগাছির দাউদ হোসেনের ছেলে ইনা, নূর হোসেনের ছেলে নূরুজ্জামান, মৃত তারা চাঁদা মণ্ডলের ছেলে জামাল হোসেন, আব্দুল মালেকের ছেলে রিপন, আব্দুল করিমের ছেলে সাদ্দাম, হানুরবাড়াদির আবু হামজার ছেলে উজ্জ্বল, একই গ্রামের বদর উদ্দীনের ছেলে ডারুল, শফিক উদ্দীনের ছেলে স্বপন, পিরোজখালীর রেজাউল হোসেনের ছেলে ইউনুচ আলী, ডিঙ্গেদহের মজিবরের ছেলে মিলন ও রামনগরের মঙ্গল উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন।
পুলিশ বলেছে, গভীররাতে জেলা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করার কারণে এদেরকে গ্রেফতার করা হয়।