মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে দলে নিতে ১৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। তবে নেইমারের স্বদেশি রোনালদিনহো মনে করেন ম্যানইউর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিরই কেবল সামর্থ্য রয়েছে তাকে নিয়ে যাওয়ার।
এর আগে গত সপ্তাহে নেইমারের বাবা বলেছিলেন, নেইমারকে দলে নিতে বাই আউট ক্লজের ১৪৪ মিলিয়ন পাউন্ড বা ১৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে চেয়েছে। এছাড়া কাতারি পেট্রো ডলারে বলীয়ান ম্যানসিটিও তাকে দলে নিতে হন্যে হয়ে ফিরছে। পেপ গার্দিওলাকে কোচ হিসেবে নিশ্চিত করার পরে নেইমারের ম্যানসিটিতে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন রোনালদিনহো। এ প্রসঙ্গে তিনি বলেন, নেইমার ইতোমধ্যে পেপের অধীনে খেলার ইচ্ছা ব্যক্ত করেছে। এটা একটা বড় বক্তব্য কারণ বেশির ভাগ মানুষই জানতো এ গ্রীষ্মে পেপ ম্যানসিটিতে যাচ্ছে। আমরা জানি তারা সেই বেতন দিতে পারবে যা অন্য কারো পক্ষে দেয়া অসম্ভব। তবে নেইমার কোনো ভাবেই রিয়াল মাদ্রিদে যাচ্ছেন না বলেই মনে করেন রোনালদিনহো। তিনি বলেন, নেইমারের ভবিষ্যত নিয়ে সম্প্রতি অনেক কথা হচ্ছে। তবে আমি বিশ্বাস করি নেইমারের রিয়ালে যোগ দেয়ার খবরটা মিথ্যা।