ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের একটি ভবনের ছাদ থেকে পড়ে শিশু রাজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে মিন্টু হোসেনের ছেলে। গতকাল শনিবার দুপুরে এ দুঘটনাটি ঘটেছে।
কালীগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন জানান, গতকাল শনিবার সকাল ১০টার দিকে নিজবাড়ীর ছাদে খেলতে খেলতে নিচে পড়ে যায় দু বছরের শিশু রাজন। পরে সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে অফিসার পাঠানো হয়েছে বলে জানান তিনি।