ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের আগামী নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মণ্ডলকে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে খেজুরা গ্রামের আবু তাহেরের বাসভবনে ইউনিয়ন বিএনপির মতবিনিময়সভায় এ ঘোষণা দেয়া হয়। পদ্মবিলা ইউনিয়ন বিএনপি নেতা স্বরুপ মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের মণ্ডল। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রায়হান কাজলের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পদ্মবিলা ইউনিয়ন বিএনপি নেতা গোলাম সারোয়ার হিমু, আ. রাজ্জাক বাবলু, সালাউদ্দিন, হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি সাজিবার রহমান, জহুরুল ইসলাম, নজরুল ইসলাম চাদ, আ. রাজ্জাক, আইদুল হক, শরিফুল ইসলাম, ইয়াকুব আলী, বজলুর রহমান, যুবদল নেতা মানিক জোয়ার্দ্দার, আ. মতিন খোকন, ছাত্রদল নেতা আরিফুল হক। বক্তগণ বলেন আওয়ামী লীগের দমন পিড়নের ভয়ে বিএনপির বড় বড় নেতারা যখন আত্মগোপন করেছিলো ঠিক সেই সময় বর্তমান চেয়ারম্যান আবু তাহের মণ্ডল দলের নেতাকর্মীদের পাশে থেকেছে। এ জন্য ইউনিয়নের সকল নেতাকর্মীদের সম্মতিতে বর্তমান চেয়ারম্যান আবু তাহের মণ্ডলকে আগামী নির্বাচনে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়।