গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া দক্ষিণপাড়া জামে মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। গত শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে মাটি কেটে নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রবিউল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আতিয়ার রহমান। উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ৫নং ওয়ার্ড আ.লীগ নেতা টুটুল মিয়া প্রমুখ। মসজিদ নির্মাণে আশরাফুল ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। প্রধান অতিথি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সমাজের সকলকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।