কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামাড়হুদার কার্পাসডাঙ্গা মাঝপাড়ায় বিরোধপূর্ণ খাস জমিতে সীমানা পাঁচিল নির্মাণ করার অভিযোগ উঠেছে। এতে ৩৫ পরিবার রাস্তা বন্দী হয়ে বসবাস করছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাঝপাড়ার ৩৫টি পরিবার দীর্ঘদিন যাবত খাস জমির রাস্তা দিয়ে যাতায়াত করতো। হঠাৎ করে একই পাড়ার ইদ্রিস আলীর ছেলে সাহেব আলী আত্তাব ও ফকু রাতের আঁধারে বিরোধপূর্ণ জমির ওপর সীমানা পাঁচিল নির্মাণ করলে ৩৫টি পরিবারের যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। রাস্তাবন্দী পরিবার গুলো উপজেলা নির্বাহী বরাবর একটা লিখিত আবেদন করেন। বিষয়টি নিরসনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী পরিবারগুলো।