কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ঐতিহ্যবাহী মাংসর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে দেদারচ্ছে বিক্রি করা হচ্ছে বাচ্চা ও রুগ্ন মুরগির মাংস। অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কয়েকবার ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করলেও থামছে না মাংস বিক্রি। ছড়াচ্ছে নানা রোগ বালাই। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে দূর-দূরান্ত থেকে এ বাজারে মাংস ক্রেতারা আসত। কিন্তু কিছু অসাধু মাংস ব্যবসায়ীরা বাজারের সুনাম বিনষ্ট করছে। বাজারের মুরগির মাংস ব্যবসায়ী হাসান, ইব্রাহীম, শফিকুল ও দুলু অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন এ মুরগির মাংস বিক্রি করছে। রুগ্ন মুরগির মাংস খেয়ে অনেকেই রোগে আক্রান্ত হয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী মহল।