স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার চিকিৎসা ও সাহিত্যাঙ্গনের প্রিয়মুখ প্রয়াত ডা. জেডএইচএম ওয়াহিদ আশরাফ দেলওয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি আজকের এইদিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। ডা. দেলওয়ার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, জেলা কারাগার, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন কার্যালয় এবং টাঙ্গাইল আড়াইশ বেড জেনারেল হাসাপাতালের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত ছিলেন। অবসর জীবনযাপন করলেও তিনি তার স্থাপিত নারদিতা ক্লিনিকে দায়িত্ব পালন করেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন পরিবারের সদস্যবর্গসহ সুধিজন।