ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ডা. নুরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে রাস্তার গাছকাটা মামলায় আদালতে সোপর্দ করে।
এদিকে শৈলকুপায় পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হেদায়েত হোসেন পিছুসহ ৩ বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার অভিযোগে শুক্রবার ভোরে শৈলকুপার হাবিবপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এরা হলো শৈলকুপা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হেদায়েত হোসেন পিছু, বিএনপি কর্মী শামীম ও সুরত আলী।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, হরতালে নাশকতামূলক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তবে শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু জানান, রাজনৈতিক উদ্দেশে আওয়ামী লীগের ইন্ধনে পুলিশ তাদের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন শুরু করেছে। তারই অংশ হিসেবে কোনো কারণ ছাড়াই ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।