স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার সন্ধ্যায় যশোর ইছালী ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আব্দুল মোতলেব (৪৮) গুরুতর আহত হয়েছেন। ওই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি। পথচারীরা তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মোতলেবের পায়ে ও পেটে দুটি গুলি লেগেছে বলে চিকিৎসক জানিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ রোকনুজ্জামান বাদল জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মোতলেব স্থানীয় মনোহরপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে তার ইছালী গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে ব্যাংদহ এলাকায় কয়েকটি মোটরসাইকেলযোগে আসা ছয়জন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। গুলি খেয়ে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাকে ওই পথ দিয়ে যাওয়া একটি পুলিশের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে। যশোর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার জহুরুল হক হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন।