চুয়াডাঙ্গা ভিমরুল্লার ফজলুল হকের মায়ের ইন্তেকাল

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভিমরুল্লা গ্রামের বৃদ্ধা কাঞ্চন বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। গতরাত ১১টা ৪৫ মিনিটে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। আজ বাদ জোহর তার দাফন সম্পন্ন হবে।

ভিমরুল্লা গ্রামের মৃত খোদা বক্সের স্ত্রী বিষিষ্ট ব্যবসায়ী ফজলুল হকের মা কাঞ্চন বেগম (৮৫) বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে ভিমরুল্লা কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে পারিবারিকসূত্র জানায়। ৫ ছেলে ও ৮ মেয়ের জননী কাঞ্চন বেগম। কাঞ্চন বেগম মৃত্যকালে নাতি-পুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।