জীবননগর ব্যুরো: গতকাল শুক্রবার জীবননগর উপজেলা জুয়েলারি সমিতির ত্রিবার্ষিক নির্বাচন মকছুদ সুপার মার্কেটে অবস্থিত সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৬ প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে আশাবুল হক ও সাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসেন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে আনরাস প্রতীকে ৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আশাবুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাফিজুর রহমান দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩৩ ভোট ও রফিকুল ইসলাম রফিক ছাতা প্রতীকে পেয়েছেন ২ ভোট। মোরগ প্রতীকে ৫২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জসিম উদ্দিন মই প্রতীকে ৩১ ভোট ও ও তুহিন আহাম্মদ মাছ প্রতীকে পেয়েছেন ২০ ভোট। কমিটির অন্যান্য পদে বাকি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ১১০ জন ভোটারের মধ্যে ১০৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনায় ছিলেন দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক এমআর বাবু, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, পঙ্কজ দত্ত ও রাশেদুল ইসলাম। রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করে জুয়েলারি ব্যবসায়ী আজিবার রহমান।