গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের এনামুল হক ওরফে এনামের মুক্তি দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেটিএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এনামুল হক এনাম ওই বিদ্যালয় পরিচালনা পর্যাদের দাতা সদস্য। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ষড়যন্ত্র করে তাকে আটক করা হয়েছে। অবিলম্বে তার মুক্তি দাবি করেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেটিএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, সেলিনা খাতুন, হামিদুল ইসলাম, হাফিজুর রহমান, হাসান আলী, ইয়ামিন আলী ও মফিজুল ইসলামসহ শিক্ষক ও এনামের পরিবারের সদস্যবৃন্দ। গত ২৮ জানুয়ারি রাতে নিজ বাড়ি থেকে তাকে একটি একনলা বন্দুক ও একটি গুলিসহ আটক করে ৱ্যাব। ৱ্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলায় এনাম এখন জেলহাজতে।