ঝিনাইদহ শহরে শিশুশ্রমিক নির্যাতনকারী দোকান মালিককে গ্রেফতার করেছে পুলিশ

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় শিশুশ্রমিক টুটুলকে পিটিয়ে আহত করা মামলার আসামি দোকান মালিক মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার মগরখালী গ্রামের ফকরুল আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, জেলা শহরের হামদহ এলাকায় (আজ) বুধবার ভোর ৫টার দিকে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় শিশু নির্যাতনকারী মামলার আসামি দোকান মালিক মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশু টুটুলের পরিবার যাতে স্বুষ্ঠু বিচার পায় সে জন্য আসামি মিজানুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার সারাদিন কাজ শেষে সন্ধ্যায় ছুটি পেয়ে পরবর্তী দিন থেকে আর কাজ করবে না বলে মালিককে জানায় শিশুশ্রমিক টুটুল। এতে ক্ষুব্ধ হয়ে তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে জেলা শহরের হামদহ এলাকার ফকরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক মিজানুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই দিন রাতেই শিশুটির পিতা আকবর আলী ঝিনাইদহ সদর থানায় মিজানুর রহমানকে আসামি করে মামলা দায়ের করে।

Leave a comment