ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালকোলা গ্রামে গতকাল বুধবার সন্ধ্যায় ট্রাক্টর উল্টে বাদশা হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি শাহাদৎ হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বুধবার বিকেলে ট্রাক্টর চালিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন বাদশা। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে গেলে চাপা পড়ে আহত হন তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।